ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৯ | ০০:৪১

কক্সবাজারের চকরিয়ায় বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ মাওলানা রুহুল আমিন (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এ সময় তার বড় ভাই মাওলানা আমিনুর রশিদ (৭০) মারাত্মক আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নোয়াপাড়ায় এই ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, নোয়াপাড়ার মৃত মাওলানা আমিন উল্লাহর ছেলে হাফেজ মাওলানা রুহুল আমিন ও তার বড় ভাই মাওলানা আমিনুর রশিদের সঙ্গে প্রতিবেশী বেলাল উদ্দিন গংয়ের ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায় বেলালের লোকজন। এ সময় বাধা দিতে গেলে বেলালের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে হাফেজ মাওলানা রুহুল আমিন ও মাওলানা আমিনুর রশিদ মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে আনার পথে হাফেজ মাওলানা রুহুল আমিন মারা যান। মাওলানা আমিনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় মূল অভিযুক্ত বেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার মোহাম্মদ শফির ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

আরও পড়ুন

×