শুদ্ধি অভিযান শুধু ঢাকায় নয়, সারাদেশে চলবে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০৩:৩২
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ক্যাসিনো ব্যবসায়ী থেকে শুরু করে দুর্নীতিবাজ কেউ পার পাবে না। কোনো দল দেখে শুদ্ধি অভিযান চালানো হয় না।
ডা. দীপু মনি বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কোন দলের তা শেখ হাসিনা দেখেন না। তিনি যেভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। এই শুদ্ধি অভিযান শুধু ঢাকা শহরে নয়, চাঁদপুরসহ সারা দেশেই অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। দেশের উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকেন। তারই অংশ হিসেবে দেশে শুদ্ধি অভিযান চলছে, দলমত নির্বিশেষে সারাদেশে এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।
- বিষয় :
- শিক্ষামন্ত্রী