ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্কুলছাত্রের এক ঘুষিতেই প্রাণ গেল ভ্যানচালকের

স্কুলছাত্রের এক ঘুষিতেই প্রাণ গেল ভ্যানচালকের

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০ | ০৮:৪৬

বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ায় দুইদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে এক ঘুষিতে মারা গেলেন হেলাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি। তিনি পেশায় ভ্যানচালক। তাকে ঘুষি দেওয়া স্কুলছাত্র শাকিবকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সগীর জানান, বিকালে ওই এলাকায় মার্বেল খেলা নিয়ে দুইদল কিশোরের মধ্যে ঝগড়া হয়। এসময় দশম শ্রেণির ছাত্র শাকিব বিবাদমান কিশোরদের একপক্ষের হয়ে অপরপক্ষকে শাসায়। ঘটনার সময় সেখানে উপস্থিত হন একই এলাকার বাসিন্দা ভ্যানচালক হেলাল উদ্দিন। তিনি কিশোরদের ঝগড়ায় শাকিব জড়িত হওযায় তাকে বকাঝকা করেন। এতে ক্ষুদ্ধ হয়ে শাকিব হেলাল উদ্দিনের ডানপাশের ঘাড়ের ওপর একটি ঘুষি দেয়। এতে হেলাল উদ্দিন অজ্ঞান হয়ে যান। তাকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবদ্যিালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মো. সগীর আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিবকে গ্রেফতার করেছে। উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

আরও পড়ুন

×