নোয়াখালীতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০৩:৫৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নূরনাহার পান্না (৩০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা।শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ২নং ওয়ার্ড চরপার্বতী গ্রামে খালেক ছিমারের বাড়ির সামনের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত নূরনাহার পান্না ওই গ্রামের প্রবাসী আমির হোসেনের স্ত্রী। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধুর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নূরনাহার পন্না শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় খালেক ছিমারের বাড়ির পুকুর পাড়ে যান। রাত ৮টা দিকে রক্তাক্ত অবস্থায় পান্নাকে সেখানে পড়ে থাকতে দেখেন বাড়ির এক সদস্য। পরে তার চিৎকারে লোকজন ছুটে এসে পিঠে একটি ছুরি গাঁথা অবস্থায় পান্নার মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীযরা জানায়, দুই মাস আগে পরবীয়া প্রেমের টানে নিহত পান্না একই এলাকার বাবুল (৩১) এর সাথে বাড়ি থেকে পালিয়ে যান। তারা নারায়ণগঞ্জ গিয়ে ৫দিন থাকার পর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের লোকজন তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনে। এরপর থেকে তিনি স্বামী ও তিন সন্তানকে নিয়ে বাড়িতেই বসবাস করছিলেন।
নিহতের বাবা জাফর উল্যাহ জানান, সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে পুকুরের দিকে যায় পান্না। এর কিছুক্ষণ পর বাড়ির এক ব্যক্তির চিৎকার শুনে লোকজন পুকুর পাড়ে গিয়ে পান্নার মরদেহ দেখতে পান। কে বা কারা পান্নাকে হত্যা করেছে তা তিনি বলতে পারছেন না।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহত গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে পুলিশ কাজ করছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। নিহত ওই গৃহবধূর স্বামী এ হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলছেন না এবং পুলিশকে কোন তথ্য দিয়ে সহযোগিতাও করছেন না। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পরকিয়া প্রেমকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।