কুড়িগ্রামে গৃহবধূকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২০ | ০৩:৩৯
কুড়িগ্রামের রৌমারীতে লাইলী বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার দায়ে আব্দুস সাত্তার (৫৬) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার অপর ৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বাইমমারী গ্রামের শামসুল হকের সাথে ৫৮ শতাংশ জমির মালিকানা নিয়ে একই গ্রামের আব্দুস সাত্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ২০১০ সালের ৭ নভেম্বর মধ্যরাতে আব্দুস সাত্তার লোকজন নিয়ে বিরোধী দলের জমিতে ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে শামসুল হক ও তার স্ত্রী লাইলী বেগম পরিবারের লোকজনসহ ধান কাটতে বাঁধা দেন। এ সময় আব্দুস সাত্তার বল্লম দিয়ে লাইলী বেগমের কপালে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তিনি মারা যান।
এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বামী শামসুল হক বাদী হয়ে ২০১০ সালের ৮ নভেম্বর আব্দুস সাত্তারসহ ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আমির উদ্দিন মামলাটি পরিচালনা করেন।