ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০ | ০৬:৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা আড়াইটার দিকে সিগাল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে।

ফাতীন ইতমাম মাহমুদ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনি) মাহমুদুল হোসাইনের ছেলে।

টুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সিগাল হোটেল সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসল করতে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এ সময় ভাটার টানে ভেসে যান ফাতীন ইতমাম মাহমুদ। ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×