ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রতীকী ছবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২০ | ০৪:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সানজিদা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের চেতরাপাশা এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় সানজিদার স্বামী শামীম মিয়াকে মদনপুর এলাকা থেকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

আটককৃত শামীম কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর কাইরাকান্দি গ্রামের হিরন মিয়ার ছেলে। তারা মদনপুরের চাঁনপুর এলাকার কাসেম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

এলাকাবাসী জানান, উপজেলার সাদিপুর চোতরাপাশা গ্রামের মৃত সাফিজউদ্দিনের মেয়ে সানজিদার সঙ্গে অটোরিকশা চালক শামীম মিয়ার গত ৫ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর সানজিদা জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। শুক্রবার বিকেলে সানজিদা তার বাবার বাড়ি আসবে বলে তার স্বামীর সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যার দিকে তার স্বামী অটোরিকশায় তাকে সাদিপুর বাসষ্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়িতে চলে যায়। পরে শনিবার সকালে সাদিপুর চোতরাপাশা গ্রামে আক্কা হাজীর পরিত্যক্ত বাড়ির কাঁঠাল গাছে মাটিতে পা লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

সানজিদার স্বামী পুলিশ হেফাজতে থাকা শামীম মিয়া জানান, তার স্ত্রী বাবার বাড়িতে আসার কথা বললে সে তাকে সাদিপুর বাসস্ট্যান্ডে রেখে চলে যান। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি।

সানজিদার মা সালমা আক্তার জানান, বিয়ের পর থেকে আমাদের পরিবারের সাথে ছেলের পরিবারের দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে আমার মেয়েকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখে। আমি এর সঠিক বিচার দাবি করছি।

তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসানউল্লাহ জানান, সানজিদা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

×