ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাচারের টাকা নিয়ে বিরোধের জেরে অপহরণ, ভারতীয়সহ গ্রেফতার ৫

পাচারের টাকা নিয়ে বিরোধের জেরে অপহরণ, ভারতীয়সহ গ্রেফতার ৫

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০ | ১০:২৭

সীমান্ত পথে অবৈধ গরু চোরাচালানের টাকা নিয়ে বিরোধের জেরে ভারতীয় নাগরিককে অপহরণ করে আটকে রাখার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণের শিকার ভারতীয় নাগরিককে উদ্ধার করা হলেও এদেশে প্রবেশের কোন বৈধ কাগজপত্র না থাকায় তাকেও গ্রেফতার করে পুলিশ।

রোববার ভোরে নগরীর শেখঘাট কলাপাড়ায় আম্বিয়ার কলোনীতে মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও কোতোয়ালি থানার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদ গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিক চারজনের বিরুদ্ধে বিদেশি নাগরিককে অপহরণ ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পৃথক মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা সমকালকে জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

গ্রেফতারকৃতরা হলো, জৈন্তাপুর উপজেলার কেন্দ্রি কাঠালবাড়ী গ্রামের হর কুমার বিশ্বাসের ছেলে নীল মনি বিশ্বাস, একই গ্রামের অতুল দেবনাথের ছেলে দোলন দেবনাথ, চানপুর গ্রামের মহানাথ বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস ও শিকারখাঁ গ্রামের মৃত মন নমঃ এর ছেলে নিতাই নমঃ। নগরীর শেখঘাট কলাপাড়ার আম্বিয়ার কলোনীতে বসবাসকারী সুজিত বিশ্বাসের ঘরে ভারতীয় নাগরিক ওয়ানসিয়মপার বিয়ামকে উদ্ধার করা হয়। বিয়াম ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ইস্ট জৈন্তা হিলের বাসিন্দা।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলার কেন্দি গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন দিলু ও একই গ্রামের মৃত টিয়া বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাসের সঙ্গে ওয়ানসিয়মপারে অবৈধ গরু কেনাবেচার ব্যবসা রয়েছে। গত শনিবার ব্যবসার প্রলোভন পেয়ে তামাবিল স্থলবন্দর সংলগ্ন এলাকার কাটাতারের বেড়াবিহীন সীমান্ত অতিরিক্ত করে ওয়ানসিয়মপার বাংলাদেশে প্রবেশ করেন। এসময় টাকা আদায়ের লক্ষে তাকে অপহরণ করে নগরীর কলাপাড়ায় সুজিত বিশ্বাসের বাসায় আটকে রাখা হয়।

এই ঘটনায় দায়েরকৃত মামলায় কৃষ্ণ, দেলোয়ার হোসেন দিলু ও রিপন বিশ্বাস নামের তিন আসামি পলাতক রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার।

আরও পড়ুন

×