ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দামুড়হুদায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

দামুড়হুদায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২০ | ১০:৫৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামী পিয়ার আলী মোল্লা (৫৫) ও স্ত্রী রোজিনা খাতুনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পিয়ার আলি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত বিবাদ আলি মোল্লার ছেলে ও রোজিনা খাতুন পিয়ার আলি মোল্লার স্ত্রী।

হাউলি ইউনিয়নের ৭নং ওর্য়াডের ইউপি সদস্য শাহা জামাল জানান, রোববার পিয়ার আলি মেয়েকে শশুরবাড়ি থেকে আনতে যাওয়ার কথা ছিলো। দুপুর গড়িয়ে গেলেও কেউ তাকে আনতে না গেলে বাড়িতে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভড হয়নি। বার বার ফোন দিয়ে রিসিভড না হওয়ায় সন্ধ্যায় মেয়ে বাড়িতে ঘরের বন্ধ দরজা খুলে ঘরে ঢুকে দেখতে পায় তার মা ও বাবার মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তখন তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, রোববার সকাল থেকে তাদের বাড়িতে কাউকে আসা-যাওয়া করতে না দেখে সন্ধ্যায় প্রতিবেশিদের সন্দেহ হয়। পরে তাদের ঘরে স্বামী-স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে দামুডহুদা থানা পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারনা- শনিবারে রাতে যে কোন সময় কে বা কাহা স্বামী-স্ত্রীকে কুপিয়ে করে হত্যা করে। পরে ঘরের মধ্যে লাশ রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে খুনিরা পালিয়ে যায়।

দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং লাশ দু'টি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দু'টি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তে কাজ করছে পুলিশের একটি বিশেষ টিম। 

আরও পড়ুন

×