রিফাত শরীফ হত্যা: আপ্রাপ্তবয়স্ক মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন

ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২০ | ০৮:৫৬
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে শিশু আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার সকাল ১১টায় শিশু আদালতে যুক্তিতর্ক শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন আদালতে। এর আগে ৭৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, সোমবার রাষ্ট্রপক্ষ বাদীর করা মামলার বিষয় এবং ৭ জন আসামির আদালতে দেওয়া জবানবন্দির বিষয় যুক্তিতর্ক উপাস্থাপন করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ। ১৪ আসামির মধ্যে রিশান ফরাজীসহ ১৩ আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে ৩০২ এবং ৩৪ ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রাবণের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, সহযোগিতা এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগে ৩০২ এবং ১২০ (বি) ১ এবং ২১২ ধারায় চার্জ গঠন করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গতবছের ১সেপ্টেম্বর ১৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। গত ৮ জানুয়ারি অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন শিশু আদালত। গত বছরের ২৬ জুন সরকারি কলেজ গেটে বন্ড বাহিনী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে।
অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো, মো. রাশেদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আব্দুল্লাহ্ ওরফে রায়হান (১৬), মো. ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), মো. তানভীর হোসেন (১৭), মো. নাজমুল হাসান (১৪), মো. রাকিবুল হাসান নিয়ামত (১৫), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ্ ওরফে মহিবুল্লাহ্ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬), মো. আরিয়ান হোসেন শ্রাবন (১৬)। এদের মধ্যে ৮ জন জামিনে আছে এবং বাকী ৬ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।