বিবস্ত্র করে নির্যাতন: প্রধান আসামি ও ইউপি সদস্যসহ ৩ জন রিমান্ডে

দুই আসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ- সমকাল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০ | ০৯:৫৫ | আপডেট: ০৬ অক্টোবর ২০২০ | ১২:৪০
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের সদস্যসহ দু'জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় অভিযুক্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেছে র্যাব। তার দু'দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন ও মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদলের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন বিকেলে নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে একজনের দু'দিন ও অন্যজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোয়াজ্জেম হোসেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি। আর নুর হোসেন এ মামলার পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলারও আসামি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ বলেন, মঙ্গলবার দুপুরে এ দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদ। প্রতিটি মামলায় তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে শুনানি শেষে আদালত আসামি মোয়াজ্জেম হোসেনের দু'দিন ও নুর হোসেনের পৃথক দুটি মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ৫ নম্বর আসামি সাজুকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।
এদিকে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় পুলিশের ডিআইজি-চট্টগ্রাম বিভাগ মো. আনোয়ার হোসেন মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় আসেন। সেখান থেকে তিনি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুরে নির্যাতিত নারীর গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি নির্যাতনের শিকার নারী, তার স্বামী, বাবা, পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।
মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ ছাড় দেবে না। মামলায় অভিযুক্ত ছাড়াও ঘটনার তদন্তে যাদের নাম উঠে আসবে, তাদেরও মামলার অন্তর্ভুক্ত করা হবে।
গত ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুরে বর্বরোচিত এ নির্যাতনের ঘটনা ঘটে। ৪ অক্টোবর ওই ঘটনার একটি ভিডিও
ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার ৩২ দিন পর থানায় নারী ও শিশু নির্যাতন
দমন আইন ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা হয়। দুই মামলায় ৯ জনকে আসামি
করা হয়েছে।
- বিষয় :
- নোয়াখালী
- বিবস্ত্র করে নির্যাতন
- বেগমগঞ্জ