ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিফাত শরীফ হত্যা: শিশু আদালতে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু

রিফাত শরীফ হত্যা: শিশু আদালতে আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুরু

ফাইল ছবি

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০ | ০৭:৪২

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারিক কার্যক্রমের বুধবার শিশু আদালতের ১৪ আসামির পক্ষের আইনজীবীদের রাষ্ট্রপক্ষের কৌসুলির যুক্তিতর্ক খন্ডন করে বক্তব্যে উপস্থাপন শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় আসামি রিসান ফরাজীর আইনজীবী সোহরাব হোসেন মামুন বক্তব্য শুরু করেন। প্রায় ৪০ মিনিট বক্তব্যে তিনি রাষ্ট্রপক্ষের আনীত রিসান ফরাজীর বিরুদ্ধে অভিযোগ খন্ডন করে বক্তব্য রাখেন।

তার বক্তব্যের শেষে শিশু আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবি আবদুল্লাহ রায়হান, আরিয়ান শ্রাবন এবং রাতুল সিকদারের পক্ষে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ খন্ডন করে পর্যায়েক্রমে যুক্তিতর্ক উপস্হাপন করেন আ্যাড. মো. শাহজাহান। ৪ আসামির পক্ষে একজন আইনজীবীর আদালতে একই দিনে যুক্তিখণ্ডন করে বক্তব্য উপস্থাপন করেন। বরগুনার আদালতে এটাই প্রথম বলে মন্তব্য করেছেন কয়েকজন আইনজীবী। দুপুর আড়াইটার দিকে আদালতের কার্যক্রম সমাপ্তি করা হয়।

রাষ্ট্রপক্ষের কৌসুলি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অন্য আসামিদের আইনজীবীদের যুক্তিতর্ক শেষ হবার পরে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্যে খন্ডন করে বক্তব্য রাখবেন। এরপরে রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে আদালত মামলার রায়ের তারিখ নির্ধারন করবেন।

আরও পড়ুন

×