ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: মামলার ৬নং আসামি গ্রেপ্তার

নারীকে বিবস্ত্র করে নির্যাতন: মামলার ৬নং আসামি গ্রেপ্তার

প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০ | ০৮:৫৯

নোয়খালীর বেগমগঞ্জের একলাশপুরে ঘরে ঢুকে নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি সামছুদ্দিন সুমনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। 

সোমবার সন্ধ্যায় কুমিল্লা শহর থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে। সুমন নারী নির্যাতন ও পর্নগ্রাফি আইনে দায়ের করা মামলার ৬নং আসামি। তিনি বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামের দরবেশ আলী বাড়ির নেয়ামত উল্লাহর ছেলে। তাকে পিবিআই কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। 

পিবিআই নোয়াখালী কার্যালয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সোমবার সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে আসেন। বিষয়টি দেখে স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার রাত ১০টার দিকে তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করেন। পরে পর পুরুষের সঙ্গে অনৈতিক কাজ করার অপবাধ দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এছাড়াও তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ৪ অক্টোম্বর রাতে মধ্যম একলাশপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে বাদলকে (২২) প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ এবং ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে নারী ও শিশু নির্যাতন এবং পর্নগ্রাফি আইনে দুইটি মামলা দায়ের করেন। এমামলায় এপর্যন্ত পুলিশ, ডিবি, র‌্যাব ও পিবিআই ১১ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে প্রধান আসামি বাদলসহ ৭ জন নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পিবিআই নোয়াখালী কার্যালয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, চাঞ্চল্যকর বেগমগঞ্জের এই মামলাটি পুলিশ হেড কোয়াটারের নির্দেশে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় পিবিআই তদন্তভার পেয়ে শুক্রবার থেকে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করে। সোমবার সন্ধ্যায় মামলার ৬নং পলাতক আসামি সামছুদ্দিন সুমনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেন পিবিআই সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। 

তিনি বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পিবিআইয়ের একাধিক টিম মাঠে রয়েছে। খুব শিগগির আসামিরা ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন

×