বরগুনার রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় ২৭ অক্টোবর

ফাইল ছবি
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০ | ০৯:৩১
বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় হবে আগামী ২৭ অক্টোবর। বুধবার বরগুনা জেলা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ তারিখ ধার্য করেন। আসামিদের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এ আদেশ দেন আদালত।
এর আগে গত ৩০ অক্টোবর প্রাপ্তবয়স্ক আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসি আর বাকি চারজনকে বেকসুর খালাস দেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এ মামলায় জামিনে থাকা আট আসামিকে নিজ নিজ আইনজীবীর জিম্মায় ফের জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল তাদের আদালতে হাজির করা হয়। এরপর কড়া নিরাপত্তায় কারাগারে থাকা ছয় আসামিকেও আদালতে আনা হয়।
গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক- দু'ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন।