এমপি নিক্সন চৌধুরীর বিচার দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০ | ০৬:৫৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ | ০৯:২৯
ফরিদপুরের ভাঙ্গায় স্বতন্ত্র এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান, সোবাহান মুন্সী, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন শেখ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।
এসময় বক্তারা স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী কর্তৃক জেলা প্রশাসক ও এসিল্যান্ডকে গালিগালাজ এবং একজন নারী ইউএনওর সঙ্গে অসদাচরণের প্রতিবাদ জানান।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান বলেন, ‘স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরী গত ১০ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক, ভাঙ্গার এসিল্যান্ড ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করেছেন। তার প্রতিবাদে ও বিচার দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন। অবিলম্বে নিক্সন চৌধুরীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মীর হাসমত আলী বলেন, ‘ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাকে এমপি সাহেব রাজাকার বলেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।’