কলারোয়ায় বাবা-মা ও দুই শিশু সন্তানকে হত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০ | ২৩:১৬ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ | ২৩:১৮
সাতক্ষীরার কলারোয়ার খলসি গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নিহত শাহিনুর রহমানের শাশুড়ি কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রাশেদ গাজির স্ত্রী ময়না খাতুন (৫৫) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তবে এই মামলায় এজাহারে কারোও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলাটি তদন্তের জন্য সাতক্ষীরা সিআইডি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে নিহত শাহিনুরের নানার বাড়ি কলারোয়ার ব্রজাবকস (খলসী গ্রামের পাশেই) গ্রামে চার জনের মরদেহ দাফন করা হয়েছে।
কলারোয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক হারান চন্দ্র পাল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী হয়েছেন নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন। মামলাটি তদন্ত করবে সিআইডি।
তিনি আরো জানান, এই মামলায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।