রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের ৩ সদস্য গ্রেফতার

ছবি: র্যাবের সৌজন্যে
রংপুর অফিস
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২০ | ০৬:৪২
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আল্লাহর দলের’ ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় পীরগঞ্জ সোডাপীর বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, পীরগঞ্জের নখারপাড়ার লুৎফর রহমান খন্দকারের ছেলে রেজাউল করিম খন্দকার ওরফে করিম (৪৬), দারিয়াপুরের বেলাল মিয়ার ছেলে সুলতান মাহমুদ (১৯) ধনাসগার আব্দুল বারীর ছেলে নূর আলম (২০)।
শনিবার বিকেলে র্যাব-১৩ মিডিয়া অফিসার সিদ্দিক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে করিম পেশায় ফার্মাসিস্ট, তিনি ২০০৫ সালে মতিন মেহেদীর কাছ থেকে বায়াত গ্রহণ করেন। অপর আসামি সুলতান মাহমুদ মাধ্যমিক প্রথম বর্ষ লেখাপড়া করেন ও নুর আলম পেশায় একজন ব্যবসায়ী। সুলতান ও নূর আলম ২০১৫ সালের আব্দুল আজিজের কাছ থেকে বায়াত গ্রহণ করেন। তারা নেতা মতিন মেহেদীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে সু-কৌশলে আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছেন।
- বিষয় :
- রংপুর
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন
- আল্লাহর দল
- গ্রেফতার
- র্যাব