ভৈরব নদে ভাসছিল কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

প্রতীকী ছবি
যশোর অফিস
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০ | ১০:০৯
যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় ভৈরব নদ থেকে রোববার সকালে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি স্থানীয় সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে গোলাম মোস্তফার (৫৫)। তিনি পেশায় কাঠ ব্যবসায়ী।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সকালে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে- কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার গলাকেটে হত্যা করেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
স্থানীয় চুড়ামনকাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না বলেন, কাঠ ব্যবসায়ী মোস্তফা পাওনা টাকা আদায়ের কথা বলে শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি।
নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, তার বাবা শান্ত প্রকৃতির মানুষ। কারো সঙ্গে তার বিরোধ ছিল না। কারা তাকে খুন করেছে এটা ধারণা করতে পারছেন না তারা।
কোতয়ালি থানার অফিসার ইচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে- তাকে পরিকল্পিভাবে খুন করে মরদেহ নদীতে ফেলে দেয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
- বিষয় :
- যশোর
- ভৈরব নদ
- গলাকাটা মরদেহ
- মরদেহ উদ্ধার