ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিজলায় আবারও নৌপুলিশের ওপর হামলা

হিজলায় আবারও নৌপুলিশের ওপর হামলা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২০ | ০৯:১১

বরিশালের হিজলা উপজেলার বদরপুর-সংলগ্ন মেঘনার শাখা নদীতে নৌপুলিশের টহল দলের ওপর হামলা চালিয়েছে জেলেরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন বন্ধ করতে গেলে মঙ্গলবার সকাল ৯টার দিকে এ হামলার শিকার হন তারা।

এ সময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে শটগানের চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়। আহত নৌপুলিশের নায়েক খাইরুল ইসলামকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া নৌপুলিশের এসআই মোস্তাফিজুর রহমান বলেন, বদরপুর-সংলগ্ন মেঘনার শাখা নদীতে ইলিশ ধরা হচ্ছে- এমন খবর পেয়ে নৌপুলিশের সদস্যরা একটি স্পিডবোটে ঘটনাস্থলে যান। স্পিডবোট দেখে ১০ থেকে ১২টি ট্রলার থেকে একযোগে ইটপাটকেল ও বাশের খণ্ড নিক্ষেপ করে ইলিশ শিকারিরা। এতে নায়েক খাইরুল ইসলাম আহত হন।

তিনি আরও বলেন, তাদের স্পিডবোটে ছয় পুলিশ সদস্য এবং স্পিডবোটচালক ও তার এক সহযোগী ছিলেন। অন্যদিকে হামলাকারীরা সংখ্যায় অর্ধশতাধিক। এসআই বলেন, হামলাকারীদের পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত ১৪ অক্টোবর থেকে ইলিশ নিধনে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর পর হিজলা উপজেলায় এ নিয়ে দু'দফায় জেলেদের হামলার শিকার হলো দায়িত্বরত নৌপুলিশ।


আরও পড়ুন

×