ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

ছবি: সমকাল

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০ | ০৯:৫৭ | আপডেট: ০৪ নভেম্বর ২০২০ | ১১:০৪

শেখ হাসিনা সেতুসহ মধুমতী নদীর দুই তীরে অপেক্ষমাণ উৎসাহী লাখো মানুষ। নদীর দক্ষিণে রুইজানি এলাকা থেকে ছেড়ে আসবে ১৭টি সুসজ্জিত বাইচের নৌকা। তিল পরিমাণ ঠাঁই নেই কোথাও। লাখো দর্শক নৌকাবাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে।

অপেক্ষার প্রহর শেষ। ঘড়ির কাঁটা তখন প্রায় ৪টার ঘরে। এ সময় চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা হেলেদুলে বইঠা টেনে ছুটে আসেন দুরন্ত গতিতে। এ সময় মধুমতী নদীতে বৈঠার ছন্দ উপস্থিত লাখো দর্শককে উল্লসিত করে। খুলনাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ১৭টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এটা ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ গ্রামীণ ঐতিহ্যের নৌকাবাইচ। বুধবার বিকেলে শেখ হাসিনা সেতুসংলগ্ন মধুমতী নদীতে জমজমাট বিহারীলাল নৌকাবাইচ হয়। এদিকে মেলাকে ঘিরে মহম্মদপুর উপজেলা সদরসহ আশপাশের অন্তত ১০ গ্রামে কয়েকদিন আগে থেকেই উৎসব শুরু হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্থানীয় এমপি ড. বীরেন শিকদারের আর্থিক সহায়তায় তার প্রয়াত পিতা বিহারীলাল শিকদারের নামে অনুষ্ঠিত এই নৌকাবাইচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বীরেন শিকদার এমপি। উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক, মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, উপজেলা চেয়ারম্যান আবু আব্দুল্লাহেল কাফী প্রমুখ।

আরও পড়ুন

×