আকবরকে পিবিআইয়ের হাতে তুলে দিল পুলিশ

গ্রেপ্তার আকবর -সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২০ | ০৮:৩১
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে জেলা পুলিশ তাকে হস্তান্তর করে বলে জানিয়েছেন এসপি ফরিদ উদ্দিন।
এর আগে সোমবার দুপুরে তাকে কানাইঘাটের ডনা সীমান্ত থেকে গ্রেপ্তার করে সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
মঙ্গলবার আকবরকে আদালতে হাজির করা হতে পারে বলে পিবিআই সূত্রে জানা গেছে।