মামলার সকল আলামত সংগ্রহের দাবি রায়হানের মায়ের

সিলেটে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশের নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগম ছবি- ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ০৩:১৭ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ | ০৩:৩৫
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের ব্যবহৃত নীল শার্ট ও মোবাইল ফোনসহ সকল আলামত উদ্ধারের দাবি জানিয়েছেন তার মা সালমা বেগম।
শনিবার দুপুরে তিনি নগরীর আখালিয়ার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে মামলা তদন্তকারি সংস্থা পিবিআই’র প্রতি এ আহবান জানিয়ে বলেন, যারা আলামত নষ্ট বা লুকিয়ে রেখেছে তাদের আইনের আওতায় নিয়ে আসেন।
জনাকীর্ণ সংবাদ সম্মেলনে রায়হানের মা সামলা বেগম আরও বলেন, বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের আগের রাতে নীল শার্ট পরেই আমার ছেলে বের হয়েছিল। কিন্তু রায়হানের মরদেহে ছিল লাল শার্ট। মৃতদেহ হস্তান্তরকালে তার মোবাইলও ফিরিয়ে দেয়নি পুলিশ। তিনি বলেন, রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন পুলিশ সদস্যের কেউই ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। এতে সর্বোচ্চ শাস্তির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।
সংবাদ সম্মেলনে সিলেট কোর্টের সাবেক পিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আমরা আশা করেছিলাম আসামিরা দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে। কিন্তু কোনো আসামিই এখন পর্যন্ত আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়নি। তবে তারা দায় স্বীকার না করায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বৃহত্তর আখালিয়া সংগ্রাম পরিষদের আহবায়ক ও ওয়ার্ড ককাউন্সিলর মখলিসুর রহমান কামরান, কাউন্সিলর কয়েছ লোদী, সাবেক কাউন্সিলর জগদ্বীস চন্দ্র দাস, সমাজসেবী শওকত আহমদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে রায়হানের মা আকবরকে ধরতে ভূমিকা রাখায় সিলেট জেলা পুলিশ ও কানাইঘাট সীমান্ত এলাকার বাসিন্দাসহ খাসিয়া সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।