আহমদ শফী জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার, দাবি শ্যালকের

আল্লামা শাহ আহমদ শফী- ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ০৭:১৫ | আপডেট: ১৪ নভেম্বর ২০২০ | ০৭:২৭
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বলে দাবি করে করেছেন তার ছোট শ্যালক মো. মঈন উদ্দিন।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে মঈন উদ্দিন বলেন, 'আল্লামা শাহ আহমদ শফী জামায়াত-শিবিরের পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। স্বাধীনতার পক্ষে থাকায় তার ওপর বহুবার আঘাত এসেছে। তিনি প্রকাশ্যে স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তব্য ও বই লেখায় তার প্রতি জামায়াত-শিবিরের ক্ষোভ ছিল দীর্ঘদিনের।‘
ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবির ও বিএনপির ফাঁদে পা না দেওয়ায় তখন থেকেই আহমদ শফীকে হত্যার জন্য ষড়যন্ত্রের ফাঁদ পাতা হয় বলে অভিযোগ তার।
আহমদ শফীর শ্যালক মঈন বলেন, '১৬ সেপ্টেম্বর কিছু ছাত্রকে উসকে দিয়ে মাদ্রাসায় জামায়াত-শিবিরের লেলিয়ে দেওয়া ক্যাডার বাহিনীকে ব্যবহার করে মাদ্রাসাকে অবরুদ্ধ করা হয়। তার ছাত্র ও অত্যন্ত পছন্দের জুনাইদ বাবুনগরী মাদ্রাসায় অবস্থান করে মীর ইদ্রিস, নাছির উদ্দিন মুনীর, মুফতি হারুন ইজাহার, ইনামুল হাসানদের দিয়ে একের পর এক মাদ্রাসার তহবিল লুটতরাজ ও ভাংচুর করে। দুর্বৃত্তরা তার খাস কামরায় প্রবেশ করে ভাংচুর, লুটতরাজ, গালিগালাজ, হুমকি ধমকি ও নির্যাতন চালায়।'
আহমদ শফীকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য করা হয়েছিল দাবি করে তিনি বলেন, 'এতে তিনি (আহমদ শফী) ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তার অক্সিজেন লাইন বারবার খুলে দেওয়ায় তিনি মৃত্যুর দিকে ঝুঁকে পড়েন এবং কোমায় চলে যান। অনেক কষ্ট করে চিকিৎসার জন্য বের করা হলেও রাস্তায় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকে রেখে সময়ক্ষেপণ করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।'
প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে মঈন বলেন, 'আল্লামা শাহ আহমদ শফী আপনাকে মেয়ের মতো মহব্বত করতেন। জামায়াত-শিবিরের যে সকল প্রেতাত্মারা হাটহাজারী মাদ্রাসায় অবস্থান করে তাকে হত্যা করেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তাদের অবিলম্বে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানাচ্ছি।'
হেফাজতে ইসলামের নেতৃত্বে জামায়াত-বিএনপি সমর্থকদের আনার তোড়জোড় চলছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আহমদ শফীর অনুসারীরা এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আহমদ শফীর ছেলে আনাস মাদানির উপস্থিত থাকার কথা থাকলেও 'হত্যার হুমকি' পেয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান তারা।
- বিষয় :
- আহমদ শফী
- হেফাজতে ইসলাম