ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উজিরপুরে বেড়িবাঁধ নির্মাণে কাটা পড়ল দুই শতাধিক গাছ

উজিরপুরে বেড়িবাঁধ নির্মাণে কাটা পড়ল দুই শতাধিক গাছ

ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০ | ১০:৩৫

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় বেড়িবাঁধ নির্মাণকাজের শুরুতেই দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত শুক্রবার কাজ শুরুর পর প্রথম দিনই এসব গাছ কেটে ফেলা হয়। বিষয়টি নিয়ে স্থানীয় এক নারী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণতি বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ করেন। গতকাল শনিবার প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সাতলায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণকাজ করছে। সংশ্নিষ্ট ঠিকাদার শুক্রবার কাজ শুরু করেন। প্রথম দিনই ভেকু মেশিন চালনার জন্য পশ্চিম সাতলা এলাকায় সড়কের পাশের দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়। বনজ ও ফলদ উভয় প্রজাতির গাছ কাটা হয়েছে বলে স্থানীয়রা জানান।

দক্ষিণ সাতলা গ্রামের বাসিন্দা জালাল বালি জানান, নিজেদের ক্ষতি করে এলাকার মানুষ উন্নয়ন চায় না।

সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল বাসার লিটন বলেন, বেশকিছু গাছ কাটার অভিযোগ তিনিও শুনেছেন।

এ বিষয়ে ঠিকাদার সেকান্দার আলীর কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, কিছু আগাছা কাটা হয়েছে। তিনি বলেন, কাজটি তার নামে হলেও সাব ঠিকাদার হিসেবে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদারসহ আরও কয়েকজন কাজটি করছেন।

তবে ইদ্রিস সরদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে ওই কাজের সঙ্গে সংশ্নিষ্টতার কথা অস্বীকার করেন তিনি।

উপজেলা বন কর্মকর্তা খলিলুর রহমান জানান, অভিযোগ পেয়ে শনিবার ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি দাবি করেন, বন বিভাগের কোনো গাছ কাটা যায়নি। এ বন কর্মকর্তা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে উন্নয়ন কাজের জন্য গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হবে।

ইউএনও প্রণতি বিশ্বাস সাংবাদিকদের বলেন, সাতলায় বেড়িবাঁধ নির্মাণের জন্য কিছু গাছ কেটে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পাউবো ও বন বিভাগকে বলেছেন। পাউবোর জমির মধ্যে থাকা গাছ ছাড়া অন্য কারও গাছ না কাটার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন

×