ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী সেই সাইদুর রিমান্ডে

রায়হান হত্যায় ছিনতাইয়ের অভিযোগকারী সেই সাইদুর রিমান্ডে

নিহত রায়হান -ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০ | ০৩:৫৭

সিলেটে আলোচিত রায়হান হত্যা মামলায় এবার ছিনতাইয়ের অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নিয়েছে মামলা তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। 

রোববার দুপুরে তাকে সিলেট মহানগর মুখ্য হাকিম আদালত-১ এর বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তা পিবিআইর ইন্সপেক্টর আওলাদ হোসেন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। 

শুনানী শেষে আদালতের বিচারক সাইদুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে সমকালকে জানিয়েছেন আদালতের জিআরও নেহার দাস।

গত ১১ অক্টোবর রাতে নগরীর কাস্টগড় এলাকায় তিনি ছিনতাইর শিকার হন বলে পুলিশের কাছে অভিযোগ করেন নগরীর মিরের ময়দানের বাসিন্দা শেখ সাইদুর রহমানসহ আরেক ব্যক্তি। সাইদুরের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওইদিন রাত প্রায় আড়াইটার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আশেক এলাহীর আলীর নেতৃত্বে কনস্টেবল তৌহিদ মিয়া ও হারুনুর রশিদ কাস্টগড় থেকে রায়হান আহমদকে ধরে নিয়ে আসেন। গত ২৫ অক্টোবর সাইদুরকে সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। ওই সময় রায়হান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার না দেখিয়ে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। সাইদুর বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় রোববার তাকে রায়হান হত্যায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পিবিআই।

আরও পড়ুন

×