মেম্বারকে 'দুশ্চরিত্র' বলায় চেয়ারম্যান কারাগারে

প্রতীকী ছবি
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২০ | ০৬:৪০ | আপডেট: ১৬ নভেম্বর ২০২০ | ০৭:০০
পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে (মেম্বার) 'দুশ্চরিত্র বলায় দণ্ডপ্রাপ্ত ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল সালাম সিকদার এখন শ্রীঘরে। পলাতক ওই চেয়ারম্যান রোববার দুপুরে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. জামাল হোসেন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলার ১১নং ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম সিকদার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংরক্ষিত ইউপি মেম্বার মোসা. শাহানারা বেগমকে দুশ্চরিত্র বলে আখ্যায়িত করেন। এতে সংরক্ষিত নারী সদস্য মোসা. শাহানারা বেগম গত বছরের ৮ এপ্রিল চেয়ারম্যান আবদুস সালাম সিকদারের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির অভিযোগ এনে মামলা করেন। পরে গত ৫ নভেম্বর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোভন শাহরিয়ার ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এক বছর দুই মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ের সময় চেয়ারম্যান আবদুস সালাম সিকদার পলাতক ছিলেন। রোববার দুপুরে তিনি স্বেচ্ছায় পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
- বিষয় :
- কারাগার
- মেম্বার
- চেয়ারম্যান
- বরিশাল
- পটুয়াখালি
- কলাপাড়া