স্বামীকে বাঁচাতে কিডনি দিলেন স্ত্রী

ছবিটি প্রতীকী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০ | ০৫:৫৭
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মৃত্যুপথ যাত্রী স্বামীকে কিডনি দান করলেন সেতু খাতুন নামের এক গৃহবধূ। বর্তমানে তারা দুজনেই ঢাকার শ্যামলীতে সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, সাড়ে ৩ বছর আগে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রাশিদুরের সাথে কুষ্টিয়া সদর উপজেলার হাতিভাঙ্গা গ্রামের হবিরর রহমানের মেয়ে সেতু খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। এই দম্পতির ২ বছরের একটি ছেলে আসে। তিন মাস আগে আনসার সদস্য রাশিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তাকে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হলে তার কিডনি সমস্যা ধরা পরে। পরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরীক্ষার পর চিকিৎসকরা তার ২ টি কিডনি বিকল হয়ে যাওয়ার কথা জানান। চিকিৎসকরা যত দ্রুত সম্ভব রাশিদুলকে কিডনি প্রতিস্থাপনের করার কথাও বলেন। কিন্তু কিডনি কিনে প্রতিস্থাপন করতে প্রয়োজন কয়েক লাখ টাকা, যা কখনও রাশিদুলের পরিবারের পক্ষে জোগানো করা অসম্ভব হয়ে পড়ে। এতে হতাশায় পড়ে পরিবারটি।
এই সময় রাশিদুলের সঙ্গে তার স্ত্রীর কিডনি মিলে যায়। ভালোবাসার মানুষটিকে বাঁচাতে কিডনি দিতে রাজী হন সেতু খাতুন। গত ১২ নভেম্বর রাজধানীর শ্যামলী ৩ নং সড়কের সিকেডি কিডনি হাসপাতালে তাদের অস্ত্রোপচার করা হয়। ওই দিন বিকাল ৪ টার দিকে তাদের অস্ত্রোপচার শুরু হয়। ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর বর্তমানে স্বামী ও স্ত্রী দুইজনই সুস্থ আছেন।
মোবাইলে যোগাযোগ করা হলে সেতু খাতুন বলেন, পরিবার থেকে বিয়ে দিয়েছে। বিয়ের পর আমি তাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভালোবাসা আর ২ বছরের ছেলে সন্তানের মুখের দিকে চেয়ে আমি তাকে কিডনি দিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সুস্থ থাকি।