পরিমাপে কম দেওয়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতীকী ছবি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:১০ | আপডেট: ১৯ নভেম্বর ২০২০ | ০৭:২০
কিশোরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উবায়দুর রহমান সাহেল।
অভিযানে শহরের রথখলার বিভিন্ন কাপড়ের দোকানে পরিমাপের ক্ষেত্রে বিএসটিআই অনুমোদিত মিটার স্কেলের পরিবর্তে নন-মেট্রিক গজকাঠি ব্যবহার, সনদবিহীন মিটার স্কেল ব্যবহার, ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির তথ্য পাওয়া যায়। পরে বাংলা ফ্যাশনকে পাঁচ হাজার, আধুনিক বস্ত্রালয়কে তিন হাজার, জয় বস্ত্রবিতানকে পাঁচ হাজার, বসাক বস্ত্রালয়কে ২০ হাজার ও নারায়ণ বস্ত্রালয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিকেলে শহরের গৌরাঙ্গবাজারের মিষ্টির দোকানগুলোতে অভিযান চালানো হয়। পরিমাপের ক্ষেত্রে পাতিল ও দইয়ের ওজনে কারচুপি করায় মদন গোপাল সুইটমিটকে ১০ হাজার, গৌরগোবিন্দ সুইটসকে পাঁচ হাজার, রাজমনি মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে এ ধরনের কাজ যেন আর না করা হয় সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া গৌরাঙ্গবাজারের বিভিন্ন ইলেকট্রিক দোকানে অভিযান চালিয়ে বিএসটিআই অনুমোদনহীন নিম্নমানের ক্যাবল ও পরিমাপের সময় কম দেওয়া, বিএসটিআই অনুমোদিত মিটার স্কেলের পরিবর্তে হাত/গজ কাঠিতে পরিমাপ করায় ধ্রুব ইলেকট্রিককে পাঁচ হাজার টাকা, পলাশ ইলেকট্রিককে ১০ হাজার টাকা, স্টার ভিডিও ও সাউন্ডকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক মো. নাজমুস সায়াদাত। এতে সহায়তা করে জেলা পুলিশের একটি বিশেষ দল।
এ ব্যাপারে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহতভাবে চলবে।
- বিষয় :
- জরিমান