কন্যা হওয়ায় অখুশি, কান্নার শব্দে আঁছড়ে হত্যা করলেন বাবা

প্রতীকী ছবি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২০ | ০৮:০৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কান্না করায় ক্ষিপ্ত হয়ে মীম নামে ২৯ দিনের মেয়ে শিশুকে হত্যা করেছে তার বাবা। শনিবার উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুর মা খাদিজা বেগম জানান, তাদের মেয়ে সন্তান হওয়ায় খুশি ছিলেন না তার স্বামী কামাল হোসেন। মীমের জন্মের পর থেকেই খাদিজাকে প্রায় নির্যাতন করতেন তার স্বামী। শনিবার ভোরে মীমের কান্নার শব্দে রাগান্বিত হয়ে শিশুটিকে আঁছড়ে হত্যা করে পালিয়ে যান কামাল।
রূপগঞ্জের ভুলতা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিচুর রহমান জানান, শিশু মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- রূপগঞ্জ
- শিশু হত্যা
- আঁছড়ে হত্যা
- কন্যা শিশু