প্রথমে গেল টাকা, পরে প্রাণ

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৪:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ | ০৬:৫৭
নাটোরের নলডাঙ্গায় অরুন কুমার শর্মা ওরফে লোকান ঠাকুর (৬৫) নামে এক সার ব্যবসায়ীকে হত্যা করে র্পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।শনিবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত অরুন শর্মা নলডাঙ্গা পৌরসভার পুর্ব সোনাপাতিল গ্রামের মৃত কালী চন্দ্র মোহন শর্মার ছেলে। আটক ব্যক্তিরা হলেন- একই এলাকার মৃত মনিরুল ইসলাম ওরফে আবু বক্করের ছেলে আব্দুর রশিদ (৩০), খবির শেখের ছেলে মো. রকি শেখ (২৪) এবং রবিউল ইসলামের ছেলে মিজানুর রহমান ওরফে মো. নাহিদ হোসেন (৩০)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাত ৯ টার দিকে নলডাঙ্গা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান (সার দোকান) বন্ধ করে নিজ বাড়ি সোনাপাতিল গ্রামে ফিরছিলেন অরুন কুমার। নলডাঙ্গা ব্রিজ পার হয়ে তিনি সোনাপাতিল গ্রামের তালতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লোহার রড দিয়ে আঘাত করে। অরুন শর্মা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অরুন শর্মার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বিসমিল্লাহ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় । রাত ১ টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শ্যামলী শর্মা জানান, মৃত্যুর আগে তার স্বামী তাকে জানিয়েছিলেন, দোকানের কেনাবেচার টাকাসহ প্রায় ৫ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তায় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৩ থেকে জন যুবক পেছেন থেকে তাকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।
স্থানীয়রা জানায়, পুলিশের হাতে আটক তিনজনসহ ৪/৫ জন যুবককে শনিবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলের আশপাশেই ঘোরাফেরা ও বসে আড্ডা দিতে দেখেছেন তারা। তাদের বিরুদ্ধে আগে থেকেই নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
এলাকার মহিলা কাউন্সিলর প্রার্থী মাসুদা পারভীন মামুনি অভিযোগ করে জানান, পুলিশের হাতে আটক তিনজন গত ১৬ নভেম্বর বিকালে পূর্ব সোনাপাতিল এলাকায় নির্বাচনী প্রচারণার সময় তার লোকজনের ওপর হামলা চালিয়ে প্রায় দুই'শ প্যাকেট খাবার ছিনিয়ে নিয়ে যায়।
নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি ছিনতাই না অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় অভিযোগ বা মামলা করেননি কেউ। তবে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
- বিষয় :
- ব্যবসায়ীকে হত্যা
- টাকা ছিনতা্ই
- ছিনতাই
- নাটোর