সেই নারীর বিরুদ্ধে বিজিবির মামলায় আদালতে প্রতিবেদন

কক্সবাজার অফিস
প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৮:২৮
ধর্ষণের অভিযোগকারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা ১০০ কোটি টাকার মানহানি মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালতে প্রতিবেদন দাখিল করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) শরিফুল ইসলাম। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন।
আদালতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাজ্জাদুল করিম ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ। সাজ্জাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ওই এনজিও কর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি উঠে এসেছে। পরবর্তী ধার্য তারিখে মামলার শুনানি হবে।
বিজিবি সূত্র জানায়, গত ৮ অক্টোবর টেকনাফে বিজিবি-২ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট নামে এনজিওর কর্মীকে তল্লাশি করা হয়। পরে ওই নারী বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে বিজিবি। বিজিবির পক্ষে মামলার বাদী হয়েছেন দমদমিয়া তল্লাশি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা।
বাদী মামলায় বলেছেন, বিজিবির বিরুদ্ধে ওই এনজিও কর্মী উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়েছেন। যাতে বিজিবির মতো একটি বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ জন্যই বিজিবি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
তবে এ বিষয়ে আসামি ওই নারী এনজিও কর্মী কোনো কথা বলতে রাজি হননি। ব্লাস্টের কোনো কর্মকর্তাও এ বিষয়ে কথা বলেননি।