ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে রহস্যজনকভাবে যুবক নিখোঁজ

বরিশালে রহস্যজনকভাবে যুবক নিখোঁজ

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৮:৩৭

বরিশালে রহস্যজনকভাবে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত শুক্রবার রাত থেকে তার খোঁজ মিলছে না। মিন্টু চন্দ্র শীল (৩৫) নামে ওই যুবক পেশায় সবজি বিক্রেতা। তিনি নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা জিতেন্দ্র নাথ শীলের ছেলে।

যুবকের মা অঞ্জলী রানী শীল জানান, মিন্টু ভ্যানগাড়িতে নগরীতে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন। শুক্রবার রাতে তিনি সেলুনে চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

কাউনিয়া থানার ওসি আজিমুল করিম জানান, মিন্টু চন্দ্র শীল নিখোঁজ হওয়ার ঘটনা জানিয়ে তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরও পড়ুন

×