খুলনায় ফের আন্দোলনে যাচ্ছে পাটকল শ্রমিকরা

ফাইল ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২০ | ০৮:৫৫
বন্ধ মিল চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে খুলনার বেসরকারি পাটকলগুলোর শ্রমিকরা। এ দাবিতে বেসরকারি পাট সূতা বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন ৪ দিনের কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ৩ ডিসেম্বর খুলনা শ্রম পরিচালকের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতীকী অনশন, ৬ ডিসেম্বর সকাল ১০টায় ফুলবাড়ি গেটে শ্রমিক-কর্মচারী ও তাদের সন্তানদের থালা বাসনসহ ভুখা মিছিল। ১০ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং ১৩ ডিসেম্বর রাজপথ-রেলপথ অবরোধ।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খান গোলাম রসুল জানান, ব্যক্তি মালিকানাধীন মহসেন, অ্যাজাপ, জুট স্পিনার্স, সোনালী ও আফিল জুট মিল বন্ধ থাকায় অনেক শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্ধ মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ ও মিলগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ ৬ দফা দাবিতে আন্দোলনে যাচ্ছেন তারা। শুক্রবার বিকেলে সমাবেশ করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।