কুয়ায় মিললো মানুষের হাড় ও দাঁত

উদ্ধার হওয়া হাড় ও দাতেঁর অংশবিশেষ -সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২০ | ০৮:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর ২০২০ | ০৯:০২
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী টর্চার সেল হিসেবে ব্যবহার করত রংপুর টাউন হলকে। এই টর্চার সেলের পাশে বধ্যভূমির কুয়া থেকে মানুষের হাড় ও দাঁতের অংশ পাওয়া গেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণে সোমবার সকালে খনন করতে গিয়ে শ্রমিকরা হাড়গোড় পান।
এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ বধ্যভূমিতে ছুটে আসেন সেগুলো দেখতে। গত ১৬ নভেম্বর টাউন হলের পাশে বধ্যভূমিতে স্মৃতি সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ৩৪ লাখ টাকা ব্যয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। খনন কাজের সময় উপস্থিত সংবাদকর্মী রেজাউল করিম জীবন বলেন, 'আমার মতো তরুণ-যুবরা মুক্তিযুদ্ধ দেখেনি। কিন্তু ইতিহাস থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা ও হত্যাযজ্ঞের কথা শুনেছি। আজ সেই নির্মমতার প্রমাণ স্বচক্ষে দেখতে পেলাম। ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা বাঁচিয়ে রাখতে এসব হাড়গোড় সংরক্ষণ করা জরুরি।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি-রংপুরের সভাপতি ডা. মফিজুল ইসলাম মান্টু বলেন, মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে ধরে এনে টাউন হল টর্চার সেলে নির্যাতন ও হত্যা করা হয়েছিল। মা-বোনদের সম্ভমহানিসহ তাদের হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল পাশের কুয়ায়।