ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

যুবককে আটকে মাস্কের খোঁজ, মিলল ইয়াবা

যুবককে আটকে মাস্কের খোঁজ, মিলল ইয়াবা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০ | ০৯:২৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ | ০৯:৫৩

মাস্ক কেন পরেননি সেই খোঁজে যুবককে আটক করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। কিন্তু জরিমানা করে এখানেই শেষ হয়ে যায়নি। বাঁধে বিপত্তি। খুঁজতে গিয়ে বের হয়ে এসেছে ইয়াবা। এ ঘটনা ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। 

মঙ্গলবার মাস্ক ব্যবহার বাধ্য করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রকে আটক করা হয়েছে। 

পরে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক সপ্তাহ কারাগারে থাকার দণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওই কলেজছাত্রের নাম বিজয় চন্দ্র বর্মণ। তিনি পৌর সদরের বর্মণ পাড়ার মৃত নকুল চন্দ্র বর্মণের ছেলে। স্থানীয় এক কলেজের ছাত্র বিজয় মঙ্গলবার দুপুরে আদালতকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে পুলিশ তাকে আটকায়। পরে তার দেহ তল্লাশি করে ইয়াবা পায়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, গত রোববার ও সোমবার মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়ানোর জন্য ক্যাম্পেইন করে প্রশাসন। কিন্তু লোকজনের মধ্যে মাস্ক পরা নিয়ে ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হয়। এ কারণে মঙ্গলবার নান্দাইলের পুরাতন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২১ জনকে পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অনেক পথচারীর মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়। তখন বিজয় মোটরসাইকেলে করে দ্রুত বেগে আদালতের সামন দিয়ে চলে যেতে চাইলে তাকে থামানো হয়। পরে মাস্ক ব্যবহার না করায় তাকে ১০০ টাকা জরিমানা করা হলে ওই যুবক জানান, তার কাছে কোনো টাকা নেই। 

পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ওই ছাত্রের দেহ তল্লাশি করেন জরিমানার টাকার জন্য। এতে তার কাছে তিন পিস ইয়াবা পাওয়া যায়।

আরও পড়ুন

×