ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খাগড়াছড়িতে স্বামী হত্যায় স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

খাগড়াছড়িতে স্বামী হত্যায় স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী রাবেয়া আক্তারসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত- সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২০ | ১১:২২

খাগড়াছড়িতে পরিকল্পিতভাবে মমিনুল হক নামে এক ব্যক্তিকে হত্যায় তার স্ত্রী রাবেয়া আক্তারসহ পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন- রামগড় চৌধুরীপাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম, মৃত আব্দুল মালেকের ছেলে মো. ফিরোজ, গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে আবুল কালাম ও আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু। আবুল আসাদ পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জেলার গুইমারা উপজেলার রবীন্দ্র কার্বারী পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রী রাবেয়া আক্তার অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের জেরে পূর্বপরিকল্পিতভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুলকে হত্যা করান। পুলিশ তদন্ত করে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চার বছর পর গতকাল এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আরিফ উদ্দিন।

আরও পড়ুন

×