বাঘাইছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি অফিস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০ | ০০:০০
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রতন প্রিয় চাকমা ওরফে ধীমান (৩২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুচ্ছ্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পাকুচ্ছ্যাছড়ি এলাকায় নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ধীমান। রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত ধীমানকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর চলে যায়।
তিনি জানান, সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধীমানের প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।