ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০২:৫৫ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৯

পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। সোমবার সকালে পাবনা সুগার মিলের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচি পালনে পুলিশ বাধা দিলে শ্রমিকরা সুগার কর্পোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহার কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানায়।  তাদের অভিযোগ, সনৎ কুমার সাহা শিল্প মন্ত্রণালয়ে সুগার মিল বন্ধের আবেদন জানিয়ে চিঠি পাঠনোর কারণে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় আয়োজিত পথসভায় পাবনা সুগার মিল বন্ধের ষড়যন্ত্র প্রতিহত, বকেয়া বেতনসহ শ্রমিক-কর্মচারীর সব পাওনা অবিলম্বে পরিশোধ, সার এবং কৃষকের আখের মূল্য পরিশোধ করাসহ পাবনা চিনিকলের মাড়াই মওসুম চালু করার দাবি জানানো হয়।

এতে বক্তব্য দেন পাবনা সুগার মিল শ্রমিক কর্মচারী ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, আব্দুস সালাম প্রমুখ।


আরও পড়ুন

×