এক নারীকে বিয়ের প্রতিশ্রুতিতে ‘ধর্ষণ’, আরেক নারীকে বিয়ে করে পলায়ন

অভিযুক্ত রিপন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৪৫
নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রবাসী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর গোপনে আরেক নারীকে বিয়ে করে পালিয়ে গেছেন ওই প্রবাসী।
এ ঘটনায় রোববার রাতে চাটখিল থানায় অভিযুক্ত মো. রিপনের (৩০) বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন নির্যাতনের শিকার নারী (৩৫)। রিপন উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ও দুবাই প্রবাসী। সোমবার দুপুর পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিপন গত অক্টোবরে দুবাই থেকে দেশে ফেরেন। পূর্ব পরিচয়ের সূত্র ধরে ওই নারীর সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে তোলে রিপন। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করতে থাকে সে।
নভেম্বরের মাঝামাঝি ওই নারী রিপনকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে নারীর সঙ্গে সম্পর্ক বিছিন্ন করে দেয়। ২০ দিন আগে রিপন অন্য জায়গায় বিয়ে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগী নারী স্থানীয় লোকজনকে জানালে তারা থানা পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে রোববার রাতে রিপনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই লিখিত অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করেন।
চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ধর্ষক মো. রিপনকে গ্রেপ্তার করতে রোববার রাতেই পুলিশ অভিযান চালিয়েছে। সে তার নববধূকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে। তাই তাকে গ্রেপ্তার করতে দেরি হচ্ছে।
তিনি বলেন, তবে ধর্ষণের ঘটনার আসামিকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। ধর্ষণের স্বীকার নারীকে সোমবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ২২ ধারায় জবানবন্দির জন্য নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নোয়াখালীতে ধর্ষণ
- নোয়াখালী
- গৃহবধূকে ধর্ষণ