ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রামগতিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

রামগতিতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

 কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৪:১৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৪:৪১

লক্ষ্মীপুরের রামগতিতে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. মনির (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  মনির ওই এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, দুই মাস আগে প্রথমবার মনির তার ১৩ বছর বয়সী একমাত্র মেয়েকে ধর্ষণ করেন। পরদিন মেয়ে ঘটনাটি তার মাকে খুলে বলে। মেয়েটির মা তার স্বামীকে এ সম্পর্কে জানতে চাইলে মনির জ্বীনের প্ররোচণায় এ কাজ করেছেন বলে জানান। ভবিষ্যতে আর এমন কাজ হবে না বলেও এ সময় মনির মেয়ের মাকে আশ্বস্ত করেন। কিন্তু পরবর্তীতে মনির আরও কয়েকদিন মেয়েকে ধর্ষণ করে। সর্বশেষ শনিবার রাতে মনির মেয়ের কক্ষে ঢুকে আবারও তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির কান্নার শব্দ পেয়ে তার মা ছুঁটে গিয়ে মনিরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে থানায় তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, গ্রেপ্তার মনিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।         


আরও পড়ুন

×