ভাঙ্গায় ১০ মামলার আসামি আ'লীগ নেতা গ্রেপ্তার

মো. রাজ্জাক ফকির
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৬:৩১
ফরিদপুরের ভাঙ্গায় ১০ মামলার আসামি মো. রাজ্জাক ফকিরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে মানিকদহ ইউনিয়নের নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজ্জাক ফকির হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত্যু আ. হাকিম ফকিরের ছেলে ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শওকত হোসেন জানান, রাজ্জাক ফকিরের বিরুদ্ধে একটি পুলিশ বাদী মামলাসহ দশটি মামলা আছে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুদিন ধরে গজারিয়া গ্রামে দুটি দল রয়েছে। এক দলের নেতৃত্ব দেন সাবেক পৌর প্যানেল মেয়র ইমদাদুল হক বাচ্চু অপর দলের নেতেৃত্বে ছিলেন রাজ্জাক ফকির। উভয়পক্ষের প্রায়ই সংঘর্ষসহ বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সেসব নিয়ে একাধিক মামলা হয়। এরপর রাজ্জাক ফকির প্রায় ছয় মাস আত্মোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাজ্জাক ফকিরকে উপজেলার অন্য এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, আগে থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলায় রয়েছে। পৌর যুবলীগের নেতা রিজুকে কুপিয়ে জখম করার আলোচিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা দাবি করেছেন, রাজ্জাক ফকির উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি স্বতন্ত্রে যোগ দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।