ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভাইয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে দূর্ঘটনায় মারা গেলেন বোন

ভাইয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে দূর্ঘটনায় মারা গেলেন বোন

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৮:২৩ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৩

বগুড়ার গাবতলীতে ভাইয়ের মরদেহ দেখতে মোটরসাইকেলের পিছনে বসে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেওয়া (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে গাবতলী-সারিয়াকান্দী সড়কে নেপালতলী ব্রীজ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জোসনা বেওয়া গাবতলীর বাহাদুরপুর গ্রামের মৃত এরফান আলীর স্ত্রী।

জানা যায়, মেয়ের জামাইয়ের মোটরসাইকেলের পিছনে বসে জোসনা সারিয়াকান্দী উপজেলার হাটফুলবাড়ী গ্রামে যাচ্ছিলেন তার চাচাতো ভাই আজিজার মাস্টারের মরদেহ দেখার জন্য। পথিমধ্যে নেপালতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় মোটরসাইকেলের অপর দুই আরোহী জোসনা বেওয়ার মেয়ে জামাই রেজা (৩৫) এবং রেজার মা রেজদা বেগম (৪৫) গুরুতর আহত হন।

গাবতলী মডেল থানার এসআই সাধক চন্দ্র জোসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×