ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত, আহত ৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৯:২৭
নাটোরের গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধে চাচা-ভাতিজার দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নুরেন বক্স নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধায় উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা, বামনকোলা গ্রামের নুরেন বক্সের জমিতে খরের গাদা দেওয়াকে কেন্দ্র করে ভাতিজা সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা-ভাতিজা উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ভাতিজা সোহাগ চাচা নুরেন বক্সকে (৫০) ছুরিকাঘাত করেন। এ সময় বাধা দিতে এলে নুরেন বক্সের শ্যালক আব্দুল আলী (৪৫)ও হাসেম আলী (২৫) আহত হন। অপর পক্ষের সোহাগ হোসেন (২৫) ও তার বাবা জাহাবক্স (৪০) আহত হন। পরে প্রতিবেশীরা সংঘর্ষে আহত পাঁচজনকে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে নুরেন বক্সের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে তাৎক্ষণাত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ছুরিকাঘাতে খুন
- চাচাকে খুন