বিদ্যুতের খুঁটি সরানোর নামে গাছ কাটার অভিযোগ

কচুয়া (চাঁদপুর)সংবাদদাতা
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২০ | ০৩:৫৮
চাঁদপুরের কচুয়ায় পল্লী বিদ্যুতের খুঁটি সরানোর নামে গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় ঠিকাদার আব্দুল হান্নানের বিরুদ্ধে। শনিবার সকালে উপজেলার দোঘর গ্রামের আব্দুর বারেকের ছেলে ইব্রাহিম এ ব্যাপারে বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দোঘর গ্রামের বাসিন্দা কামাল হোসেন ও কালাম হোসেনের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের খুঁটির লাইন সংযোগ থাকায় তারা ওই লাইন সরানোর জন্য স্থানীয় পল্লী বিদুৎ অফিসে আবেদন করেন। পরে ঠিকাদার আব্দুল হান্নানের নির্দেশে কর্মচারীরা বিদ্যুতের লাইন সরানোর নামে ওই বাড়ির রাস্তার দুই পাশের ছোট বড়সহ প্রায় ৬০/৭০টি ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, গাছ কেটে ফেলায় তাদের প্রায় দুই লাখ টাকার লোকসান হয়েছে।
কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
- বিষয় :
- চাঁদপুর
- কচুয়া
- গাছ কাটার অভিযোগ