খননের সময় নদীতে মিলল কষ্টি পাথরের ১০ মূর্তি

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০২:২৮
জয়পুরহাটের পাঁচবিবিতে তুলশীগঙ্গা নদী খননের সময় ১০টি কষ্টি পাথরের লক্ষ্মীর মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পাথরঘাটা এলাকা থেকে উপজেলা প্রশাসন এসব মূর্তি উদ্ধার করে। উদ্ধার করা মূর্তিগুলো কষ্টি পাথরের তৈরি এবং দেখতে লক্ষ্মী মূর্তির মতো। প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় ৩ ফুট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সরকারের অর্থায়নে তুলশীগঙ্গা নদীতে খননের কাজ চলছে। বুধবার সকালে খনন কাজে নিয়োজিত শ্রমিকরা মাটি কাটার মেশিন ভেকু দিয়ে নদীতে খনন কাজ শুরু করেন। এ সময় মাটির নিচ থেকে প্রথমে ১টি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। পরে কাজ বন্ধ করে বিষয়টি শ্রমিকরা পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে আবারও খনন কাজ শুরু করার নির্দেশ দেন। এরপর একই জায়গায় আরও ৯টি মূর্তি পাওয়া যায়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে ১টি পরে পর্যায়ক্রমে আরও ৯টি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে মূর্তিগুলো কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা করলেই জানা যাবে।