বিএনপি’র মেয়র প্রার্থীর বাড়িতে হামলা, ছাত্রলীগ নেতাসহ আটক ৭

হামলায় আহত আবদুর রশীদ- সমকাল
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ | ০৪:০৪
খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনিত মেয়র প্রার্থী নাফিজ আহমেদ রাজু খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ সাত জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আটকদের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন নাফিজ আহমেদের বড় ভাই আনিসুজ্জামান।
বিএনপি’র প্রার্থী নাফিজ আহমেদ রাজু অভিযোগ করে বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তার লোকজন হুমকি-ধামকি দিয়ে আসছেন। দুই দু’দফা তার মাইক ভাংচুর, পোস্টার লাগানোর সময় কর্মীদের উপর হামলা চালিয়ে তার প্রচার কাজ বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে। এবার তার প্রাণ নাশের জন্য সন্ত্রাসীরা তার বাড়িতে রাতে হামলা চালিয়েছে।’
তিনি জানান, মঙ্গলবার রাতে তিনি তার বড় ভাবি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনমসহ বাড়ির সদস্যরা খাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের পক্ষে ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৫ থেকে ২০ জন বাড়িতে এসে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা নিকট আত্মীয় আবদুর রশীদকে মারধর করে আহত করেন তারা। হামলার সময় থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে।
এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনভিপ্রেত। পরিস্থিতি শান্ত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
খোকসা থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা ঘটনায় আটক ছাত্রলীগের আহ্বায়ক শিমুল আহমেদ খান ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ ৭ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে মামলা হয়েছে। পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্য একজন নিবাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নজরদারি করছেন। তিনি বলেন, ভোট গ্রহণের তিনদিন আগে কেন্দ্রের জন্য নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার তার সব করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভার ৪র্থ বারের নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এবার মোট ভোটার ১৪ হাজার ৯২৩ জন।
- বিষয় :
- কুষ্টিয়া
- খোকসা
- বাড়িতে হামলা
- ছাত্রলীগ নেতা আটক