রংপুর মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল
রংপুর অফিস
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০ | ১০:১৭
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। সন্তোষজনক আলোচনার পরিপ্রেক্ষিতে শুক্রবার এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
এ দিন হাসপাতাল পরিচালক কক্ষে কর্মচারী পরিষদ ও ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আলোচনায় বসেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহী সাদ এরশাদ। উভয়পক্ষের কথা শুনে কর্মচারী ও ইন্টার্নদের মধ্যে সমঝোতা করে কাজে ফেরান তিনি। এ সময় উপস্থিত ছিলেন,রমেক হাসপাতালের পরিচালক ডা. রোস্তম আলী ও সহকারী পরিচালক ডা. মোকাদ্দেম হোসেন।
গত ২৪ ডিসেম্বর দুপুরে সিসিইউতে রোগীর ছাড়পত্র দেওয়া নিয়ে হাসপাতাল কর্মচারী শহিদুল ইসলামের সঙ্গে এক নারী ইন্টার্ন চিকিৎসকের বাগবিতণ্ডা হয়। এরপর ওই ইন্টার্ন চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ নেতাদের বিষয়টি জানালে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহ নেওয়াজ সরকার মিলন ও যুগ্ম সম্পাদক সৈকত আহমদে হাসপাতালের সহকারী পরিচালককে জানিয়ে সিসিইউতে বিষয়টি সুরাহা করতে যান। তখন ওই কর্মচারীকে বিষয়টি নিয়ে কথা বললে তিনি আরও ক্ষিপ্ত হয়ে উঠেন এবং কর্মচারী পরিষদের নেতৃবৃন্দকে ওয়ার্ডে নিয়ে এসে ওই ইন্টার্নকে আবারও হুমকি দেন এবং খারাপ আচরণ করেন।
এ ঘটনা ইন্টার্ন চিকিৎসক পরিষদ জানতে পেরে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা থেকে কর্মবিরতি শুরু করে। এতে করে দুর্ভোগে পড়েন রোগীরা। হাসপাতালের পরিস্থিতি টালমাটাল হয়ে গেলে কর্মচারী ও ইন্টার্নদের নিয়ে শুক্রবার অলোচনায় বসে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. রোস্তম আলী বলেন,আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করেছি। ইন্টার্নরা তাদের কাজে ফিরে গেছেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।