আহমদ শফীর মৃত্যুর ঘটনায় মামলা
দোষী না হলে এত ভয় কেন, বাবুনগরীকে মঈনউদ্দিন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ১১:০১ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ১১:১৬
হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর উদ্দেশে সংগঠনটির প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর শ্যালক মো. মঈনউদ্দিন বলেছেন, দোষী না হলে মামলা নিয়ে এত ভয় কেন। আহমদ শফীর মৃত্যু ইস্যুতে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তদন্তে দোষী হলে বাবুনগরীর শাস্তি হিসেবে ফাঁসিও দাবি করেন মঈনউদ্দিন।
গত বুধবার হাটহাজারী মাদ্রাসায় সংবাদ সম্মেলন করে আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে দাবি করে পরিবারের পক্ষে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন বাবুনগরী।
শনিবারের সংবাদ সম্মেলনে মো. মঈনউদ্দিন বলেন, আদালতে মামলা হয়েছে। পিবিআই তদন্তের দায়িত্ব পেয়েছে। তদন্তে দোষীরা চিহ্নিত হবেন। দোষী না হলে ছাড়া পাবেন। কিন্তু জুনায়েদ বাবুনগরী গংরা মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, তারা যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে আমাদের মামলা প্রত্যাহারের জন্য এত হুমকি দেওয়া হচ্ছে কেন? আমরা হুমকির প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, যাতে মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি করা হয়।
মঈনউদ্দিন বলেন, বাবুনগরী যদি নির্দোষ হন, তাহলে আমাদের কোনো রাগ বা অভিমান নেই। তবে তিনি যদি দোষী হন, তাহলে তার শাস্তিও দাবি করছি।
তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় কী ঘটেছে, তা সবাই জানে। কওমি ভিশন নামে অনলাইন টিভির মাধ্যমে জুনায়েদ বাবুনগরী মাদ্রাসায় অবস্থান করে সব লাইভে প্রচার করেছেন। ওই সময় আহমদ শফীর কক্ষ কীভাবে ভাঙচুর এবং লুটপাট চালানো হয়েছে, তা সবাই দেখেছেন।
মাওলানা নাছির উদ্দিন মুনীর, মীর ইদ্রিস, মাওলানা শহীদুল্লাহ, ইনামুল হাসান এবং জুনায়েদ বাবুনগরীর উপস্থিতিতে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদ থেকে আহমদ শফীকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। আহমদ শফীর মৃত্যুর ঘটনায় গত ১৭ ডিসেম্বর ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তার শ্যালক মঈনউদ্দিন।