ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাম-রুবেলা টিকা নিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

হাম-রুবেলা টিকা নিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২০ | ১০:৫৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ | ১১:১৮

চট্টগ্রামের লোহাগাড়ায় হাম-রুবেলা টিকা নেওয়ার পর নাওরাত হানিফ নামের সাত বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রোববার উপজেলার পশ্চিম কলাউজান সিকদারপাড়ার শমশু চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, এক স্বাস্থ্য সহকারীর কাছে টিকা দেওয়ার ২০ মিনিট পর মেয়েটি মারা যায়। এ ঘটনার পর অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। পরে প্রশাসনের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। শিশুর বাবা শিমুল বলেন, 'সকালে নাওরাতকে নিয়ে টিকা কেন্দ্রে যাই। এ সময় স্বাস্থ্য পরীক্ষা না করেই মেয়েকে টিকা দেন স্বাস্থ্য সহকারী জেয়াবুনিচ্ছা। টিকাদান শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পরই নাওরাত খারাপ লাগার কথা জানায়। মুখ দিয়ে ফেনা বের হতে থাকলে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় সে।'

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য সহকারী জেয়াবুনিচ্ছা। তিনি বলেন, সকাল থেকে ১০০ জনের মতো শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদানের আগে শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল। অন্য শিশুদের মতো সঠিকভাবেই তাকে টিকা দেওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সমকালকে জানান, বিষয়টি তদন্ত করতে এরই মধ্যে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

আরও পড়ুন

×