ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিলেটে মতবিনিময়কালে পুলিশ কমিশনার

সাংবাদিকরা সমাজের কাছে সুপার হিরো

সাংবাদিকরা সমাজের কাছে সুপার হিরো

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসএমপি কমিশনার- সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৯:০২

সাংবাদিকরা সমাজের কাছে সুপার হিরো বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার নিশারুল আরিফ। তিনি বলেছেন, যেকোনো অপরাধ গোড়া থেকে নির্মূল করার জন্য সাংবাদিক ও সাধারণ জনগণের সহায়তা প্রয়োজন।

সোমবার এসএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নিশারুল আরিফ। এ সময় অপরাধীদের আইনের আওতায় আনতে সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বদা সক্রিয় বলে জানান কমিশনার।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহেরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কশিনার (ক্রাইম অ্যান্ড অপস্) শফিকুল ইসলাম, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, নব নির্বাচিত সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।

মতবিনিময়কালে সাংবাদিকরা মহানগর এলাকার বিভিন্ন সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে মতামত ব্যক্ত করেন। তাদের মতামতের প্রেক্ষিতে পুলিশ কমিশনার জানান, কিশোর গ্যাং, চাঁদাবাজ, ইভটিজারদের তালিকা প্রস্তুত করে তা প্রতিরোধে কাজ চলছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে। রাতে ও ভোরবেলায় ছিনতাই রোধ, জমি দলখবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ, পুলিশের মধ্যে মাদক ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×